ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করেছে দলটি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক জসিম উদ্দিনের সাম্প্রতিক কর্মকাণ্ডে সংগঠনের সুনাম, ঐতিহ্য ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গঠনতন্ত্রের ধারা ৬২-এর উপধারা ২ (ক) ও (খ) অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের শামিল। এ কারণে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তার সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে এবং দলীয় শৃঙ্খলার বিষয়ে কখনো আপস করেনি। ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মনোনীত প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীমও বিষয়টি নিশ্চিত করে বলেন, “অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে, এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি।”
তবে অধ্যাপক জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।