ঝালকাঠিতে জাল নোট রাখার অপরাধে নারীসহ দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম। রায়ে প্রত্যেককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি নুপুর বেগম উপস্থিত থাকলেও অপর আসামি জসিম খলিফা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের আল আমিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম (৩৫) এবং ঝালকাঠি সদর উপজেলার দেউড়ি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জসিম খলিফা (৩৬)।
মামলার সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) মো. আককাস সিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের কবিরাজবাড়ি সড়কে বিএডিসি অফিসের সামনে থেকে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুবর্ণচন্দ্র দে আসামিদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল— ১৯৬টি এক হাজার টাকার, ২০০টি পাঁচশ টাকার এবং ৫টি দুইশ টাকার নোট।
ঘটনার দিন রাতেই এসআই সুবর্ণচন্দ্র দে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে একই বছরের ৮ জুন তদন্ত শেষে সদর থানার এসআই সিদ্দিকুর রহমান আদালতে চার্জশিট জমা দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী বনি আমিন বাকলাই।