ন্যাটো সদস্য দেশের আকাশসীমায় রাশিয়ার ড্রোন প্রবেশের ঘটনার পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ মোতায়েনের আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। একই সঙ্গে দেশটি নিজস্ব পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার ইচ্ছাও জানাচ্ছে।
স্থানীয় এলসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি এ মন্তব্য করেন। তবে পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিনা, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। তার ভাষায়, “এখনই এ বিষয়ে বিস্তারিত বলার সময় হয়নি।”
এর আগে গত সপ্তাহে পোল্যান্ড জানিয়েছিল, কয়েক ঘণ্টা ধরে একাধিক রুশ ড্রোন তাদের ভূখণ্ডে প্রবেশ করেছিল। ন্যাটো মিত্রদের সহায়তায় সেগুলো ভূপাতিত করা হয়।
সে সময় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, ন্যাটোর কোনো সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনা এটাই প্রথম। তার মতে, “বিপুল সংখ্যক ড্রোন” পোল্যান্ডে প্রবেশ করেছিল।
জাতীয় নিরাপত্তা ব্যুরোর জরুরি বৈঠক শেষে টাস্ক আরও বলেন, “আমরা সম্ভবত বড় ধরনের উসকানির মুখে পড়েছি। পরিস্থিতি গুরুতর, এবং এ ধরনের হামলা প্রতিহত করতে দেশ প্রস্তুত।”