Friday, October 3, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরসাবেক ধর্মমন্ত্রীর পিএস আজাদের ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের...

সাবেক ধর্মমন্ত্রীর পিএস আজাদের ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা অনুমোদন

সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের একান্ত সচিব ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

অনুমোদিত মামলায় মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১২ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০০ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে।

দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, ২০২২ সালে দাখিল করা সম্পদ বিবরণীতে মো. আবুল কালাম আজাদ ১৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। অনুসন্ধানে প্রমাণ মিলেছে যে তার মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৯৬৩ টাকা, যার মধ্যে গ্রহণযোগ্য আয়ের পরিমাণ মাত্র ৬ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৩২ টাকা। বাকি সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদক নিশ্চিত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments