সিরাজগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার।
যাবজ্জীবনপ্রাপ্ত চারজন হলেন: আব্দুল আলিম, মোজাম সেখ ও আব্দুল রউফ—তিনজনই আপন ভাই এবং আব্দুল খালেক শেখের ছেলে। চতুর্থ আসামি হলেন আবু বক্কার, মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে। সবাই সদর উপজেলার চাঁদপাল গ্রামের বাসিন্দা।
ঘটনা ঘটে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে। রাস্তা নির্মাণ নিয়ে আশরাফ আলীর সঙ্গে আসামিদের কথাকাটাকাটির পর তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলী মারা যান।
নিহতের স্ত্রী সুফিয়া খাতুন ঘটনার তিন দিন পর ছয়জনকে নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন চারজনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বুধবার আদালত এই রায় ঘোষণা করেন।