Thursday, October 2, 2025
spot_imgspot_img
Homeবিনোদনসহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই পর্দায় রসায়নের মূল”: আনিকা কবির শখ

সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই পর্দায় রসায়নের মূল”: আনিকা কবির শখ

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক ‘রূপনগর’ এ অভিনয় করছেন। কায়সার আহমেদের পরিচালনায় এটি সম্প্রচারিত হচ্ছে। শখ বলেন, “নাটকটি প্রচারিত হওয়ার পর দর্শকদের সাড়া আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি। ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনাকে দর্শক সত্যিই ভালোবাসেন।”

নাটকে নারীকেন্দ্রিক চরিত্রে কাজ করা শখের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। তিনি বলেন, “প্রথমবার একজন নারীর চরিত্রকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। কায়সার ভাই যখন চরিত্র নিয়ে আলোচনা করেন, এক বাক্যেই রাজি হয়ে যাই।”

ওয়েব সিরিজ এবং টিভি নাটকে কাজের পার্থক্য তুলে ধরে শখ বলেন, “টিভি নাটকে সময় কম থাকে, তাই দ্রুত কাজ শেষ করতে হয়। ওয়েব সিরিজে চরিত্র গড়ে তোলার জন্য সময় বেশি থাকে, ফলে চরিত্রে গভীরতা আনার সুযোগ পাওয়া যায়।”

সহ-অভিনেতার সঙ্গে রসায়ন তৈরি করার প্রসঙ্গে শখ বলেন, “সহ-অভিনেতার সঙ্গে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করাই সবচেয়ে জরুরি। সেটে স্বাচ্ছন্দ্য থাকলে পর্দায় রসায়ন আরও ভালো ফুটে ওঠে।”

বর্তমান ব্যস্ততার বিষয়ে শখ জানান, “প্রচারে থাকা ধারাবাহিকের শুটিং নিয়ে সময় কাটছে। আরেকটি নতুন ধারাবাহিক ও একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে আলোচনা চলছে।”

সিনেমায় কাজের বিষয়ে তিনি বলেন, “আমি অর্থবহ গল্প ও চরিত্র খুঁজি। সঠিক প্রজেক্ট পেলে আবারও সিনেমায় অভিনয় করব।”

নাচ নিয়ে শখ বলেন, “নাচ থেকেই মিডিয়ায় এসেছি। অনলাইনে ছোট ছোট নাচের রিলস করে ভক্তদের সঙ্গে ভাগ করেছি, সবাই প্রশংসা করছে। সময়মতো আরও প্রকাশ করব।”

পেছনে তাকিয়ে শখ বলেন, “আমার পরিবারে কেউ মিডিয়ায় নেই। দর্শকের ভালোবাসা আমাকে বড় আশীর্বাদ দিয়েছে। এ ভালোবাসার শক্তিতে আগামীর পথ পাড়ি দিতে চাই।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments