মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের প্রদর্শনী ‘মিহাস ফেয়ার’। বুধবার (১৭ সেপ্টেম্বর) শুরু হওয়া চার দিনের এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।
কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ট্রেড এক্সিবিশন সেন্টারে আয়োজিত মেলায় প্রাণ গ্রুপ জানায়, তাদের মূল লক্ষ্য মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ান অঞ্চলে রপ্তানি বৃদ্ধি করা। গত অর্থবছরে প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় প্রায় ৩০ মিলিয়ন ডলারের খাদ্যপণ্য রপ্তানি করেছে।
বর্তমানে বিশ্বব্যাপী হালাল ফুড বাজারের আকার প্রায় ৩ ট্রিলিয়ন ডলার। দুইশ’ কোটিরও বেশি মুসলিম জনগোষ্ঠীর কারণে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পাশাপাশি ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাতেও হালাল পণ্যের চাহিদা বাড়ছে। এজন্য মিহাস ফেয়ারকে বৈশ্বিক হালাল অর্থনীতিতে প্রবেশের বড় সুযোগ হিসেবে দেখা হয়।
২০০৪ সাল থেকে নিয়মিত আয়োজিত এ মেলায় এবার ৯০টি দেশের ২৩০০টিরও বেশি বুথ রয়েছে। শুধু ২০২৪ সালেই এখানে তাৎক্ষণিকভাবে ৪ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা হয়েছিল। প্রতিবছর প্রায় ৪০ হাজার দর্শনার্থী এ প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রাণ গ্রুপ জানিয়েছে, এবারের মেলায় তাদের লক্ষ্য আসিয়ান, দক্ষিণ এশিয়া ও ইউরোপের বাজার সম্প্রসারণ এবং অন্তত ২ মিলিয়ন ডলারের সমপরিমাণ রপ্তানি আদেশ পাওয়া। তারা ২টি স্টলের মাধ্যমে ৫ শতাধিক পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে জুস, ড্রিংকস, বিস্কুট, বেকারি ও কনফেকশনারি। নতুন পণ্য হিসেবে কোরিয়ান নুডলস, বিভিন্ন ধরনের বিস্কুট এবং বাসিল সিড ড্রিংকসকে বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে।
বর্তমানে প্রাণ বিশ্বের ১৪৮টি দেশে পণ্য রপ্তানি করছে। উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে রয়েছে ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার।