ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ইসরায়েলে জাজিম নামে একটি অ্যাডভোকেসি সংস্থা স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। ইতিমধ্যেই এই পিটিশনে প্রায় ৭ হাজার ৫ শতাধিক ইসরায়েলি নাগরিক স্বাক্ষর করেছেন।
জাজিম মূলত বামপন্থি ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন, যা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে। সংস্থার নেতারা জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগে তারা ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে পিটিশনটি সেই অধিবেশনে পাঠানোর লক্ষ্য রেখেছেন।
পিটিশনে বলা হয়েছে, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলের জন্য শাস্তি নয়, বরং এটি উভয়ের জন্য নিরাপদ ভবিষ্যৎ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে একটি ধাপ। স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি থেকে যাবে।”
পিটিশনে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন, যা উভয় পক্ষের জন্য ভবিষ্যতে সংকট ও সহিংসতা উসকে দিচ্ছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের হামলার জবাবে ২০২৩ সাল থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে ইতিমধ্যে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে।
তবে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং বন্দীদের মুক্ত করাই অভিযানের লক্ষ্য। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এরপরও বিশ্বজুড়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবির ধারা ক্রমশ শক্তিশালী হচ্ছে।