Friday, October 3, 2025
spot_imgspot_img
Homeদেশের খবররাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন আটক

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন আটক

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় হঠাৎ ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় পুলিশ ১১ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ মিছিলে যোগ দেন। প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

আটককৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। তিনি বলেন, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে এবং কারা আশপাশ থেকে আটক হয়েছে তা যাচাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিতর্কিত শিল্পপতি ও স্পাইডার গ্রুপের স্বত্বাধিকারী রিপন মুন্সিকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার বাড্ডা থানার এক মামলায় মঙ্গলবার রাতে উত্তরার স্পাইডার গ্রুপের অফিস থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপন মুন্সির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতার এলাকায়। তার বিরুদ্ধে এলাকায় জমি দখলের অভিযোগও রয়েছে। বর্তমানে তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে বসবাস করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (মতিঝিল) দৈনিক কালবেলাকে জানান, ঢাকার বাড্ডা থানায় আজিজুল হক নামের এক গার্মেন্টস শ্রমিক বাদী হয়ে রিপন মুন্সিকে ২০ নম্বর আসামি করে এ বছরের ৩ মার্চ মামলা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments