মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকে একই সঙ্গে কুরআনের ৩০ পাড়া মুখস্থ করে হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)। বুধবার জোহরের নামাজের পর মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পরিয়ে দেন এবং গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তাদের বাবা, ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমরা।
দুই হাফেজই ইতালির নাগরিক। তাদের বাবা মামুন হাওলাদার দীর্ঘ ২৩ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। সন্তানদের মাওলানা বানানোর স্বপ্ন পূরণে তিনি দেশেই তাদের মাদরাসায় ভর্তি করান। ইতালিতে যথাযথ শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় দুই ভাইকে মাদারীপুরে আনা হয়।
মামুন হাওলাদার বলেন, “আমার দুই ছেলে আব্দুর রহমান ও আব্দুর রহিম ইতালিতে জন্মগ্রহণ করেছে, ফলে তারা জন্মসূত্রে ইতালির নাগরিক। আমার স্বপ্ন তারা দুজন মাওলানা হবে। দেশে এসে হাফেজ হয়েছে, শিগগিরই তাদের আবার ইতালি নিয়ে যাব এবং মিসরে মাওলানা পড়তে পাঠাব। আমার আশা, তারা দুজন বড় মাওলানা হিসেবে নাম করবে।”