Tuesday, October 7, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজয়পুরহাটে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার

জয়পুরহাটে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার

জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত ছাত্রদল নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদ বহিষ্কার করেছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান, যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজের সভাপতি রাকিবুল করিম রাকিব।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কার সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জয়পুরহাট ছাত্রদলের সূত্র জানায়, গত ১৫ আগস্ট সরকারি কলেজ শাখার সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রদলের বিবাদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়াধুঁতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। এতে এক পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের ৭ জন আহত হন। ঘটনার জেরে কেন্দ্রীয় কমিটি ওই সাত নেতাকে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল, যা পরবর্তীতে বহিষ্কারের সিদ্ধান্তে পরিণত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments