আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হবে।
বিসিবির সভাপতি পদে প্রার্থী হিসেবে ইতোমধ্যে দুইজনের নাম সামনে এসেছে। তাদের মধ্যে একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম মনে করেন, তামিম যদি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ক্রিকেটাররা তাদের মনের কথা স্বচ্ছভাবে বলতে পারবেন।
তাইজুল বলেন, “আমরা যারা ক্রিকেট খেলছি, মডার্ন ক্রিকেটের সঙ্গে তামিম ভাই সম্পূর্ণভাবে মানিয়ে আছেন। বিগত বিপিএলগুলো দেখলে বোঝা যায়, প্লেয়ার হিসেবে ওনার মেনেজমেন্ট এবং অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগের দক্ষতা অনেক উন্নত। এটা খেলোয়াড়দের জন্য ইতিবাচক। তাঁর সঙ্গে আমরা জাতীয় দল ও বিপিএলে খেলেছি, তাই তিনি বুঝতে পারেন কোন ক্ষেত্রে কি দরকার। তার নেতৃত্বে ক্রিকেটাররা নিজেদের মতামত জানাতে সুবিধা পাবেন।