Tuesday, October 7, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিনরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১, আহত ৫

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১, আহত ৫

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে নিহত হয়েছেন মুরাদনগর গ্রামের ইদন মিয়া (৫৫)। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, অন্তত পাঁচজন আহত হয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব তৈরি হয়। মূলত নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্যের বিষয়কে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচিতেও উভয়পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা যায়। পরে গুলিবিদ্ধ ইদন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুজন চন্দ্র সরকার জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments