Monday, October 6, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষলিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস। এরই ধারাবাহিকতায় বুধবার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আইওএমের সহায়তায় ওই ১৭৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়।

লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে যাত্রীদের বিদায় জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এবং দূতাবাসের প্রতিনিধি দল।

রাষ্ট্রদূত আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বলেন, “প্রত্যেক নাগরিক দেশের অমূল্য সম্পদ। বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে গিয়ে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করলে প্রবাসীরা শুধু পরিবারের জীবনমান উন্নত করেন না, দেশের সুনামও বৃদ্ধি করেন।”

দূতাবাস আরও জানিয়েছে, দেশে ফেরার আগে প্রত্যেকের সাক্ষাৎকার ও পরিচয় যাচাই শেষে তাদের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও আইওএমের সহায়তায় তাদের বাংলাদেশে পাঠানো সম্ভব হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেক্সের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেনও লিবিয়া থেকে এসব যাত্রী প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments