আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) এর মধ্যে সরকারি সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে অধ্যাদেশ জারি না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন।
তাদের অভিযোগ, ২০১৭ সালের পর যেসব শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন না, বর্তমানে সমস্যার সমাধান প্রক্রিয়ায় অগ্রসর হলে তারাই বাধা দেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, অধ্যাদেশ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নতুন করে আন্দোলনে নামলে পরীক্ষার ফলাফল ক্ষতিগ্রস্ত হবে বলে শিক্ষকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে।
এর আগে, গত আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্বসহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর মাধ্যমে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার প্রক্রিয়া চূড়ান্ত হয়।
গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে এই দায়িত্ব ও তথ্য হস্তান্তর করেন।