বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে ঘরবাড়ি ভস্মীভূত হয়ে নিঃস্ব হয়ে পড়া তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তা তুলে দেন। রুমন পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং স্থানীয় বিএনপি নেতারা।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগায় তিনটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়ে