সবসময় মুখে লেগে থাকা হাসি আর অভিনয় দক্ষতায় দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ক্যারিয়ারের শুরুতে ছোট পর্দায় মিষ্টি প্রেমের গল্পে দেখা গেলেও ধীরে ধীরে নানান নিরীক্ষাধর্মী চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এবার তাকে দেখা গেল একেবারেই নতুন রূপে।
দীপ্ত টিভির চলমান মেগা ধারাবাহিক ‘খুশবু’-তে মাহি হাজির হয়েছেন আইটেম গার্ল চরিত্রে। সেখানে তিনি অভিনয় করেছেন ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকের প্রথম পর্বেই ছিল তার আইটেম গান। দর্শক প্রতিক্রিয়া নিয়ে মাহি বলেন—
‘প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি। কাছের মানুষ থেকে শুরু করে মিডিয়ার অনেকেই প্রশংসা করেছেন। এমন চরিত্রে অভিনয় করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি আনন্দেরও। নাটকটি টিভির পাশাপাশি দীপ্ত ডিজিটালেও প্রচারিত হচ্ছে, ফলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারছি।’
নতুন ধারাবাহিকটি ঘিরে গল্প এগিয়েছে এক তরুণীর জীবনের সংগ্রামকে কেন্দ্র করে, যিনি গ্রাম থেকে শহরে আসেন কঠিন সময়ে। রুপালি পর্দার আড়ালের সিনেমা জগতের নানা বাস্তবতাও উঠে এসেছে এতে।
অভিনয় জীবনের এ পর্যায়ে এসে কাজ বেছে নিচ্ছেন মাহি। এর আগে ‘বকুল ফুল’ নাটকে তিনি মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন—
‘আগে চাইতাম অনেক কাজ আসুক। কিন্তু এখন আর তা চাই না। সময় নিয়ে, ভিন্নধর্মী কাজ করতে চাই। যে টিম সঠিকভাবে সাপোর্ট দেয়, তাদের সঙ্গেই কাজ করছি। এতে করে দর্শকদের জন্য ভালো কিছু দিতে পারছি।’
ওয়েব প্ল্যাটফর্মে তার যাত্রা শুরু হয় ‘ওভার ট্রাম্প’ সিরিজ দিয়ে, যা দিয়ে তিনি প্রথম কাজেই দর্শকপ্রশংসা অর্জন করেন। এরপর থেকে ওটিটিতেও তার ব্যস্ততা বেড়েছে। তবে শুধু ওটিটি নয়, নাটকেও কাজ চালিয়ে যেতে চান তিনি। মাহি জানান, ভালো গল্প-চরিত্র পেলে যেকোনো সময় তাকে সিনেমায়ও দেখা যেতে পারে।
অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই তারকা। সম্প্রতি দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন—
‘এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা আর নেতিবাচকতা। ভালো কিছু করলে তা প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা হয়। সমাজে মানুষ আনন্দ ভাগ করতে চায় না, বরং অন্যের সুখ দেখলেই কষ্ট পায়। এখন মানুষ মানুষকেই ভয় পায়, মত প্রকাশেও ভীতি কাজ করে।’
তার এ বক্তব্য অনেকেই সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, মাহি যেন তাদের অন্তরের কথাই প্রকাশ করেছেন।