জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা অজুহাত দেখিয়ে ভারতের কর্তৃপক্ষ বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রটি ইউটিউবে ব্লক করে দিয়েছে। ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ নামের এই প্রামাণ্যচিত্রটি গত আগস্টে একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয় এবং পরে ইউটিউবে প্রকাশ করা হয়।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, “যখন ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়, তখন একটি গানের কপিরাইট ইস্যু তৈরি হয় যা সেপ্টেম্বর মাসে সমাধান হয়। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে লিংক পাঠান যাতে ভারতে আমি এটি দেখতে পারি। কিন্তু ক্লিক করলে দেখলাম ভারতে এটি ব্লক করা হয়েছে।”
প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের কন্যা শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার সাক্ষাৎকার অন্তর্ভুক্ত রয়েছে। স্ক্রিপ্ট ও গবেষণা করেছেন শাহেদ শুভ এবং ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।
সৌমিত্র দস্তিদার জানিয়েছেন, তিনি শুধুমাত্র বাংলাদেশের গণঅভ্যুত্থানের তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা তুলে এনেছেন এবং এতে ভারতের নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না। তিনি অবাক হয়েছেন যে, যেখানে ভারতে বিতর্কিত ছবি ‘বেঙ্গল ফাইলস’ নিরাপত্তার আড়ালে প্রদর্শিত হচ্ছে, সেখানে তার প্রামাণ্যচিত্র ব্লক করা হলো।