Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিবাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে: শামা ওবায়েদ

বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে: শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক সব কার্যক্রম মূলত বিএনপির সময়কালে সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম বা খুন হবে না, কোনো মিথ্যা মামলায় মানুষ জেলে যাবে না এবং কোনো নারী ধর্ষণের শিকার হবে না। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হোক। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়ক মোড়ে স্থানীয় বিএনপির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ সংসদ, যেখানে এমপিরা জনগণের স্বার্থে এবং দেশের কল্যাণে কাজ করবে, কোনো দেশের স্বার্থে নয়। দেশের অস্থিতিশীলতা ও নির্বাচনের বাধা দেওয়ার ষড়যন্ত্র এখনও চলছে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে বলেন, “আমার সামনে অনেক মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখেননি এবং খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানানো এবং গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সচেতন করা।”

শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে যত ভালো কাজ ও উন্নয়ন হয়েছে, সবই বিএনপির সময়কালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন, এখন তারেক রহমান ৩১ দফা প্রদান করেছেন। এই ৩১ দফার মধ্যে উল্লেখ আছে, যদি বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়লাভ করে, তবে প্রথম ১৮ মাসে এক কোটি যুবককে চাকরি দেওয়া হবে। এছাড়া শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান—সব সুবিধা দেশের জনগণ সমানভাবে পাবেন।”

সমাবেশে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার-এর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments