সাতক্ষীরার সদর উপজেলায় খেলার সময় এক শিশুকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুরছালিন (১১), তিনি ওই গ্রামের রাজু আহমেদের ছেলে। এ ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর মো. মাহফুজুর রহমান শাওন (১৬) এবং তার মা নাজমা আক্তারকে পুলিশ থানায় নিয়ে এসেছে। শাওন একই গ্রামের আবু সাইদের ছেলে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের নজরুল ইসলাম বাবুর বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে গোসল করছিল শাওন ও মুরছালিন। এক পর্যায়ে মুরছালিন চলে যেতে চাইলে শাওন তাকে কিছুক্ষণের জন্য সেখানে থাকতে বলে। খেলার ছলে শাওন মুরছালিনকে পানিতে চেপে ধরে রাখে, যার ফলে শিশুটি শ্বাসরোধে মারা যায়।
স্থানীয়রা শাওন ও তার মা নাজমা আক্তারকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। শাওন ও তার মা থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”