Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষকাতার এয়ারওয়েজের রিটার্ন টিকিটে শরৎকালীন বিশেষ ছাড়

কাতার এয়ারওয়েজের রিটার্ন টিকিটে শরৎকালীন বিশেষ ছাড়

ভ্রমণপিপাসুদের জন্য কাতার এয়ারওয়েজ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটের রিটার্ন টিকিটে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এই ছাড় শুধুমাত্র ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্দিষ্ট তারিখের মধ্যে যাত্রার জন্য প্রযোজ্য। টিকিট কাটার শেষ তারিখ হলো চলতি বছরের ৭ সেপ্টেম্বর।

শনিবার (৬ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজ জানায়, শরৎকালীন ভ্রমণকে আরও সুবিধাজনক করতে তারা এই বিশেষ অফার নিয়ে এসেছে। তবে টিকিট শুধুমাত্র কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

সংস্থার ঘোষিত বিশেষ ভাড়ার মধ্যে রয়েছে: সৌদি আরবের জেদ্দা ৮০ হাজার, রিয়াদ ৭৭ হাজার, কাতারের দোহা ৯০ হাজার, যুক্তরাজ্যের লন্ডন ১ লাখ ২৩ হাজার, স্পেনের মাদ্রিদ ১ লাখ ৪৬ হাজার এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ১ লাখ ৩৭ হাজার টাকায় রিটার্ন টিকিট।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, বিভিন্ন উৎসব এবং ব্ল্যাকআউটের দিনগুলোতে এই ছাড় প্রযোজ্য হবে না। এছাড়া শিশু ও নবজাতকের টিকিটের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া প্রযোজ্য হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments