Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিমাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা বা লাশ পুড়িয়ে দেওয়া কোনোভাবেই মহানবী (সা.)-এর শিক্ষা নয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “আজ আমরা গণতন্ত্র ও রাষ্ট্রীয় চেতনার কথা বলি। অথচ ইতিহাসে আরবের সেই মহামানব আমাদের জন্য নিদর্শন হয়ে আছেন। আমরা তার শিক্ষা গ্রহণ না করে নিজেদের ধর্ম ও ইসলামকে বিভিন্ন ফেরকা ও বিভাজন দ্বারা ভাঙছি। মহানবী ছিলেন ঐক্যের প্রতীক।”

তিনি আরও বলেন, “যিনি আমাদের প্রকৃত মডেল, তিনি মানবজাতির মাঝে আল্লাহর বাণী ছড়িয়ে দিয়েছেন এবং অনন্য আদর্শ রেখে গেছেন। তার চারিত্রিক গুণাবলি অনুসরণের মতো। যদি আমরা সামান্যও তা অনুকরণ করতাম, তবে অন্যায়, অপরাধ, হানাহানি ও রক্তক্ষয় অনেক আগেই বন্ধ হয়ে যেত।”

রিজভী শেষমেশ বলেন, “আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা মহানবীর অনুসরণ ও অনুকরণ করি না।”

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments