Saturday, September 6, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যচট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ৬ জন

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ৬ জন

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিহতদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিম আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান জানিয়েছেন, ‘মানুষের ভিড় ও গরমে অসুস্থ হয়ে কয়েকজন নিচে পড়ে যান। এর ফলে তারা পদদলিত হন। আহত অবস্থায় মোট আটজনকে হাসপাতালে আনা হয়, যার মধ্যে দুজনের মৃত্যু হয়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments