রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, এ ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবার ঘটেছে।
ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি বলেন, “আমি দেখেছি, নুরাল পাগলা নামে একজন মারা গেছে। যদি তার জীবনে কোনো অন্যায়, শিরক বা ভণ্ডামি ঘটে থাকে, তাহলে একজন মুসলমান হিসেবে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা উচিত ছিল।
কিন্তু মৃত নুরাল পাগলার কবর থেকে লাঠি দিয়ে আঘাত করে লাশ উত্তোলন করা হলো। এরপর উল্লাসসহ ‘আল্লাহু আকবর’ ও ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।”
তাহেরী আরও বলেন, “এখানে যারা আছেন, ৫০–৬০ বছরের মানুষ, স্বাধীনতার আগে ও পরে যারা দেখেছেন, তারা কি কখনো দেখেছেন যে কবর থেকে মুসলমানের লাশ উত্তোলন করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে? বাংলাদেশে কি আমরা এমন ইতিহাস দেখছি?”
উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদী দাবি করা নুরাল পাগলার মরদেহ তৌহিদী জনতা কবর থেকে উত্তোলন করে, ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় প্রকাশ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়।
এই ঘটনায় নুরাল পাগলার অনুসারী ও স্থানীয় তৌহিদী জনতার মধ্যে সংঘর্ষের সময় রাসেল মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।