Tuesday, September 9, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের একের পর এক ফেসবুক আইডি গায়েব, এবার সাদিক...

ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের একের পর এক ফেসবুক আইডি গায়েব, এবার সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট একের পর এক রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। সর্বশেষ, শিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েমের ফেসবুক আইডিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে ফেসবুকে সার্চ করেও তার প্রোফাইল পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এর আগে একই প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মু. সাজ্জাদ হোসেন খানের ফেসবুক আইডি ডিজেবল করার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে সাজ্জাদ জানান, “আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করা হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও নিয়মিত সাইবার হামলা হচ্ছে।”

একই অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিতে বারবার সাইবার অ্যাটাক হচ্ছে। কয়েকজনের আইডি ইতোমধ্যে সাসপেন্ড হয়েছে। অনেকে আবার হঠাৎ হঠাৎ লগআউট হয়ে যাচ্ছেন। আল্লাহ সহায়।”

এর আগেও ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম একই ধরনের অভিযোগ করেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লিখেন, “বারবার সাইবার অ্যাটাকের কারণে আমার আইডি ডিজেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীরা, আপনাদের কাছে বিচার চাইছি। আপনারাই আমার শেষ ভরসা। ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments