জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসের মধ্যে নতুন দলের নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে। সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে এই সিদ্ধান্তকে জরুরি বলে মনে করছে দলটি। পাশাপাশি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতিও খতিয়ে দেখা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এসময় এনসিপির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও তিন সদস্যের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।
জহিরুল ইসলাম মুসা বলেন, “জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। এই প্রক্রিয়া এখনও চলমান। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে যে, মাঠ পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে রিপোর্টগুলো তাদের কাছে আসছে। সব রিপোর্ট কমপ্লাই হলে চলতি মাসের মধ্যে নতুন এবং ইতিমধ্যেই উত্তীর্ণ রাজনৈতিক দলগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা রয়েছে। তার আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের ধারাবাহিক সংলাপ আয়োজন করা হবে। নতুন নিবন্ধিত দলগুলোও এই সংলাপে অংশ নেবে।”
প্রবাসীদের ভোটিং নিয়ে জানতে চাইলে তিনি জানান, “কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যালট পত্র পাঠানো হবে এবং ভোট শেষে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠানো হবে। এই ভোট গণনার সঙ্গে মূল ভোট অন্তর্ভুক্ত হবে।”
জহিরুল ইসলাম মুসা যোগ করেন, “যারা বিদেশে থাকবেন বা বাংলাদেশে নিজের সংসদীয় আসনের বাইরে থাকবেন, তাদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকবে। এজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপসও চালু করা হবে, যেখানে প্রবাসীরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দিতে পারবেন।”