ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে প্রজেকশন মিটিং না করানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। তবে হল প্রশাসন দাবি করছে, তাদের কাছে শামীমের কোনো আবেদনই জমা পড়েনি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শামীম হোসেন লিখেছেন, তিনি আবেদন করেও প্রজেকশন মিটিংয়ের অনুমতি পাননি। পোস্টে তিনি ৫ সেপ্টেম্বরের একটি আবেদনপত্রের ছবিও সংযুক্ত করেছেন।
হল অফিসের সূত্র জানিয়েছে, শামীম বা তার পক্ষ থেকে এমন কোনো আবেদন গ্রহণ করা হয়নি। যদি আবেদন জমা হতো, তবে অন্যান্য প্রার্থীদের মতো তাকে প্রজেকশন মিটিংয়ের সুযোগ দেওয়া হতো।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, “যিনি অভিযোগ করছেন, আমরা তাঁর আবেদন পাইনি। আমাদের অফিসের কেউই আবেদন গ্রহণ করেনি। আবেদন জমা হলে অবশ্যই সুযোগ দেওয়া হতো। সম্ভবত কোনো ‘কমিউনিকেশন গ্যাপ’ হয়েছে, হয়তো তিনি যাকে আবেদন পাঠিয়েছেন, তার মাধ্যমে এটি পৌঁছায়নি।”
তিনি আরও জানান, আবেদন জমা পড়লে শামীম হোসেনও অন্যান্য প্রার্থীদের মতো প্রজেকশন মিটিং করতে পারতেন। একই দিনে একাধিক প্রার্থীকে অনুমতিও দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষ সাংবাদিকদের সরাসরি হল অফিসে গিয়ে বিষয়টি যাচাই করার আহ্বানও জানান।