সর্বশেষ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রাথমিক প্রতিবেদন হাতে পাওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহে বোর্ড নতুন আরেকটি কমিটি গঠন করেছে।
জানা গেছে, ইতোমধ্যেই কয়েকজন ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিতে নিষেধ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কার বিরুদ্ধে কতটা প্রমাণ আছে এবং কী ধরনের শাস্তি দেওয়া যেতে পারে—সেই সিদ্ধান্তে পৌঁছাতে নতুন কমিটি দায়িত্ব পেয়েছে।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তদন্ত কমিটি একজন বিচারপতি, একজন ব্যারিস্টার এবং একজন সাবেক ক্রিকেটারকে নিয়ে গঠিত ছিল। তারা একটি সারসংক্ষেপ রিপোর্ট জমা দিয়েছে, যেখানে বেশ কিছু গুরুতর বিষয় উঠে এসেছে। তিনি বলেন, ‘এই রিপোর্ট আমাদের অনেক ভাবিয়েছে। তাই বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশেষজ্ঞ নই, তাই তাদের সুপারিশের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এখানে সন্দেহের জায়গা নেই। জমাট প্রমাণ ছাড়া কাউকে নিয়ে কিছু বলা হবে না। প্রমাণ আমাদের হাতে আছে, অনুসন্ধানের ফলও আছে। তবে সঠিক আইনি প্রক্রিয়া মেনেই পদক্ষেপ নেওয়া হবে। কোনো ভুল করার সুযোগ নেই।’
নতুন কমিটি শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে, যার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিসিবি আনুষ্ঠানিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সভাপতি।