বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম বলেছেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্পত্তি নিয়ে কোনো ভয় থাকার প্রয়োজন নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের পৈতৃক সম্পত্তি দখল করতে চেয়েছিল, কিন্তু “আপনারা এ দেশের সন্তান, এ দেশের সম্পত্তি। আপনাদের পাশে বিএনপি ছিল, আছে, আজীবন থাকবে।”
সোমবার রাত আটটার দিকে কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের শ্মশানবাজার কেন্দ্রীয় মন্দির চত্বরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আপনাদের বাবার সম্পত্তিতে যেমন ভাই-বোনের অধিকার আছে, এই দেশে সকলের অধিকার আছে। তাই ভয় পাবেন না। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমে সকল ধর্মের জন্য সর্বোচ্চ ও কার্যকর স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছেন।”
বিলকিস ইসলাম অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি হয়ে এলাকায় কোনো উন্নয়ন করেনি। রাস্তাঘাট, সামাজিক ও আর্থিক ব্যবস্থা নষ্ট হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “আমরা ১৭ বছর রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছি। অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। আপনারা আমাদের ভালোবাসা ও সমর্থনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করা হবে, ইনশাআল্লাহ।”
তিনি জানান, এমপি থাকার আগে এলাকায় নারী শিক্ষার কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান ছিল না। তিনি তা করেছেন, রাস্তাঘাট করেছেন, এবং আগামীতে পৌরসভা স্থাপন করার পরিকল্পনা রয়েছে। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তাদের বিপদ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিলকিস ইসলাম বলেন, “আমি আপনাদেরই সন্তান। আমার জন্য দোয়া করবেন। আমি এলাকায় উন্নয়ন করতে চাই। এমপি নির্বাচিত হই বা না হই, আপনার পাশে থাকব।”
সভাটি পরিচালনা করেন কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল কুমার রায়। উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির নেতারা, ইউপি সদস্য প্রভাস চন্দ্র, শিক্ষক দিনেশ চন্দ্র, প্রকৌশলী প্রতাপ চন্দ্রসহ আরও অনেকে।