Tuesday, September 9, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে ছাত্রদল, অভিযোগ শিবির সেক্রেটারির

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে ছাত্রদল, অভিযোগ শিবির সেক্রেটারির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ছাত্রদল ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তিনি সতর্ক করে বলেন, “এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অনিয়ম বা অপকর্মের চেষ্টা করলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে। ছাত্ররাই কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে, ইনশাআল্লাহ।”

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, দুপুরের মধ্যেই অধিকাংশ ভোট কাস্টিং হয়ে গেছে।

এবারের নির্বাচনে ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments