Wednesday, September 10, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিজয়: ইসলামী ছাত্রশিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিজয়: ইসলামী ছাত্রশিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ফলাফলের পর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। এ নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

তিনি আরও প্রার্থনা করেন, মহান আল্লাহ নির্বাচিত প্রতিনিধিদের ৪০ হাজার শিক্ষার্থীর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন।

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে শিবির ঘোষণা করেছে দুই কর্মসূচি:
১. শুকরিয়া আদায়ের জন্য দোয়া মাহফিল এবং শব্বেদারি (নৈশ ইবাদত) অনুষ্ঠিত হবে।
২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

শিবির সভাপতি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দেশের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালী আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

তিনি শেষ করেন, “রাব্বে কারিম, আমাদের সকল তৎপরতা আপনার দ্বীনেই কবুল করুন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments