ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিন ধরে মহাসড়ক অবরোধ চলছে। আন্দোলনকারীরা সকাল থেকে সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং দুপুরে মহাসড়কেই খাবারের ব্যবস্থা করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় আন্দোলনকারীরা সামিয়ানা টেনে বসে খিচুড়ি খান। এতে শিশু, নারী ও পুরুষসহ সকলেই অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, তারা স্পষ্টভাবে বলতে চাই— ভাঙ্গাকে ফরিদপুর-৪ আসন থেকে আলাদা করে অন্য আসনে যুক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মানবেন না। এই সিদ্ধান্ত তাদের ইতিহাস, সংস্কৃতি ও অস্তিত্বকে আঘাত করেছে। প্রয়োজনে তারা জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু ভাঙ্গার মাটি কেউ ছিনিয়ে নিতে পারবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, রাস্তায় স্লোগান উঠবে এবং মানুষ অবস্থান করবে।
ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা কাজী আরিফ (২৯) বলেন, “ভাঙ্গা শুধু মানচিত্রের একটি ইউনিয়ন নয়, এটি আমাদের শিকড়, আবেগ ও অস্তিত্বের অংশ। প্রশাসন যদি ধরে নিক, আমরা চুপচাপ মেনে নেব, তাহলে ভুল করবে। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার রক্ষা করব।” তিনি আরও বলেন, প্রয়োজনে রাত কাটানো হবে মহাসড়কে, স্লোগান উঠানো হবে এবং শান্তিপ্রিয় হলেও অবিচার হলে প্রতিবাদ নিশ্চিত।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, এত মানুষের নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং তারা দাবি মানা না হলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে এলাকাবাসী আন্দোলন শুরু করেছেন।