নেপালে উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার (১০ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বাতিল করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ফ্লাইটটি দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
বিমানের কর্মকর্তা জানান, নেপাল সরকার আজ (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত সব ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমান জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এবং আজকের বাতিল ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের জানানো হবে।
নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমান তাদের কল সেন্টার ১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করেছে।