বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত খান কারাগারে
বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান এই আদেশ দেন।
আটক ও গ্রেফতার প্রক্রিয়াশুক্রবার রাতে রংপুর থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। এরপর ফকিরহাট থানায় দায়েরকৃত মামলায় তাকে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
মামলার মূল অভিযোগবাদী রফিকুল ইসলাম মিঠু অভিযোগ করেছেন, সাবেক এসপি আবুল হাসনাত খান বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলন দমনের চেষ্টা করেছেন।
বিতর্কিত বক্তব্য ও সমালোচনাবিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা আবুল হাসনাত খান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ‘একটি ব্যালট, একটি বুলেট’ এবং ‘যেখানে উন্নয়ন, সেখানেই ধ্বংস’ বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচিত হন।
মামলার বিবরণ ও আসামির তালিকাবাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুব মোরশেদ লালন জানিয়েছেন, সাবেক তিন সংসদ সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে উল্লেখযোগ্য আসামিরা হলেন:
সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন
সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়
সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু
সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান
সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন
মামলার মূল অভিযোগসমূহগত ৪ আগস্ট ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলন দমন করতে আসামিরা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, গুলি চালানো, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ এবং হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে।