Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরবাংলাদেশে সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ

বাংলাদেশে সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ


ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অনেক হোটেল নিজেদেরকে ‘ফাইভ স্টার’ বা ‘পাঁচ তারকা সমমানের’ দাবি করে থাকে। এতে প্রায়ই সাধারণ অতিথিরা বিভ্রান্তিতে পড়েন। এই বিভ্রান্তি দূর করতে বাংলাদেশ পর্যটন করপোরেশন সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেলের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছে।

পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জিয়া হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে সরকার কর্তৃক অনুমোদিত মোট ১৭টি পাঁচ তারকা হোটেল রয়েছে। অনেকে অনুমোদন ছাড়া এ ধরনের দাবি করলেও আসল তালিকাটি অতিথিদের সুবিধার্থে প্রকাশ করা হলো।

অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেল:

১. হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল লিমিটেড (কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা)
২. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা (মিন্টু রোড, ঢাকা-১০০)
৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল (এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা)
৪. দ্য ওয়েস্টিন ঢাকা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (গুলশান-২, ঢাকা)
৫. হোটেল সারিনা লিমিটেড (বনানী, ঢাকা-১২১৩)
৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট (এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯)
৭. লা মেরিডিয়ান ঢাকা (এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯)
৮. রেনেসান্স হোটেলস (গুলশান এভিনিউ, ঢাকা)
৯. সিগ্যাল হোটেল লিমিটেড (হোটেল-মোটেল জোন, কক্সবাজার)
১০. ওশান প্যারাডাইস লিমিটেড (কলাতলী রোড, কক্সবাজার)
১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড (মেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজার)
১২. রেডিসন ব্লু বে ভিউ (এস এস খালেদ রোড, চট্টগ্রাম)
১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (ইনানী, উখিয়া, কক্সবাজার)
১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ (শ্রীমঙ্গল, মৌলভীবাজার)
১৫. মম ইন লিমিটেড (রংপুর রোড, বগুড়া)
১৬. হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড (এম এম আলী রোড, যশোর)
১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট (পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments