বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–তে দল পেয়েছেন তাইজুল ইসলাম। অন্যদিকে, মুস্তাফিজুর রহমানকে নিয়েছে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল দুবাই ক্যাপিটালস। এই দুটি বিদেশি লিগে খেলতে তাইজুল ও মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাছে অনাপত্তিপত্র (NOC) চেয়ে আবেদন করেছেন।
মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এবার একই ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালস তাকে আইএল টি-টোয়েন্টিতে দলে নিয়েছে। এছাড়া গত বুধবার দক্ষিণ আফ্রিকান এসএ২০ লিগের নিলামে ডারবান সুপার জায়ান্টস তাইজুলকে ৩৪ লাখ ৯০ হাজার টাকায় (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড) ক্রয় করেছে।
এসএ২০ নিলামে প্রথমে ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ১৪ জন চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত দল পেয়েছেন মাত্র একজন, তাইজুল। মুস্তাফিজের নাম ডাকা হলেও তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। অন্যদিকে, সাকিব আল হাসান, লিটন দাসসহ আরও ক্রিকেটারদের নামও তোলা হয়নি। ফলে প্রথমবারের মতো বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তাইজুল।
বিসিবি সূত্রে জানা গেছে, তাইজুল ও মুস্তাফিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজের খেলার খবর ফ্র্যাঞ্চাইজিটি আগে প্রকাশ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হবে।
মুস্তাফিজ ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে দলে নির্বাচিত হয়েছেন। বিসিবি থেকে অনাপত্তি পেলে তিনিও সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলবেন। জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের আসন্ন আসর শুরু হবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।