জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি চালানোসহ দু’জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এবং প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এদিন মামলার গ্রেপ্তার রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়।
জানা গেছে, ১৯ জুলাই বিকেলে ছাত্র-জনতার আন্দোলনের সময় আমির হোসেন হোটেল থেকে বাসায় ফেরার পথে বনশ্রী-মেরাদিয়া সড়কে পুলিশ-বিজিবির গাড়ি দেখে প্রাণ বাঁচাতে চারতলা ভবনের ছাদে ওঠেন। ওই সময় পুলিশ তার পিছু নেয় এবং ছাদের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় ছয়টি গুলি চালানো হয়। তিনি তিন তলা থেকে পড়ে যান এবং আশপাশের লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি হন।
একই দিনে পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন এবং মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসা গুলিবিদ্ধ হয়। শিশু বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।
এর আগে, ২৬ জানুয়ারি রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বাধীন ঢাকা মহানগর পুলিশের একটি দল সাবেক এএসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে।