Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরপদ্মা নদীর ২২ কেজির ঢাই মাছ নিলামে বিক্রি, লাখপতি জেলেরা

পদ্মা নদীর ২২ কেজির ঢাই মাছ নিলামে বিক্রি, লাখপতি জেলেরা


রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জেলেরা ধরা একটি বিশাল ঢাই মাছের কারণে আলোচনায় এসেছে। জীবন হালদার নামের এক জেলের জালে ধরা পড়া এই মাছটির ওজন ২২ কেজি ছয়শ’ গ্রাম। মাছটি প্রথমে নিলামে বিক্রি হয় এক লাখ তিন হাজার ৯৬০ টাকায়। পরে তা এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে এক লাখ নয় হাজার টাকায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার আনোয়ার হোসেন আনু খাঁর কাছ থেকে নিলামে কিনে নেন। সম্রাট শাহজাহান বলেন, “বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া টার্মিনালে মাছ বাজার থেকে আনোয়ার খাঁরের আড়ত থেকে ২২ কেজি ছয়শ’ গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ৬শ’ টাকা কেজি দরে মোট এক লাখ তিন হাজার ৯৬০ টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে ৪ হাজার ৮শ’ টাকা কেজি দরে মোট এক লাখ নয় হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি ক্যাশ-অন ডেলিভারিতে নারায়ণগঞ্জের ওই প্রবাসীর বাড়িতে পাঠানো হয়েছে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “পদ্মা নদীতে এমন বিশাল ঢাই মাছ খুব একটা দেখা যায় না। তবে ইদানীং মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাই মাছ মিঠা পানির সুস্বাদু মাছ হিসেবে পরিচিত।”

এই ঘটনা স্থানীয় জেলেদের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে এবং পদ্মা নদীর মাছের সম্ভাবনা ও বৈচিত্র্যকে আবারও সামনে এনেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments