Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিঅনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াল ছাত্রদল

অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াল ছাত্রদল


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় ভিপি প্রার্থী শেখ সাদী হাসানও উপস্থিত ছিলেন।

বৈশাখী অভিযোগ করেন, তাজউদ্দীন হলে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, ভোটার তালিকায় ছবির অভাব রয়েছে, ২১ নম্বর হলে মব তৈরি করা হয়েছে এবং জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, “আমরা জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন চাইনি। তবুও ওই প্রতিষ্ঠানের ব্যালটে ভোটগ্রহণ হচ্ছে। মেয়েদের হলে একই ছাত্রীকে বারবার ভোট দিতে দেখা গেছে। শিবিরপন্থী সাংবাদিকরা আমাদের প্রার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন। এই নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, এটি কারচুপির মাধ্যমে প্রহসনে পরিণত হয়েছে।”

তার দাবি, শিক্ষার্থীদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটছে না বলেই তারা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments