ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। তিন বছরের বিরতির পর ২০২০ সালে অভিনয়ে ফিরেই তিনি দ্রুত দর্শকের মন জয় করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকেন।
সম্প্রতি এক পোস্টে দেশের কৃষক ও কৃষি প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রুকাইয়া লিখেছেন, “কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত।” তিনি আরও উল্লেখ করেন, “আমরা শুধু ব্যবসার দিকটি দেখি, অথচ দেশের প্রকৃতি, নদী, খাল, বিল আর মাঠে ভরা বাংলার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। একসময় মাটি ও প্রকৃতি মানুষের সাথে একাত্ম ছিল।”
তিনি বলেন, “আজ সেই মাটি, পানি ও বাতাস প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে হাজার হাজার টন কীটনাশকের কারণে। মৌমাছি, পাখি, মাছ—সবই অদৃশ্য হয়ে যাচ্ছে, যারা আমাদের জীবনের নীরব সহযোদ্ধা ছিল।”
শেষে তিনি সতর্ক করেছেন, “কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য অনিরাপদ। প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় পৌঁছাবো? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে মানবজীবনও টিকবে।”