Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeস্বাস্থ্য২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৫৮৬ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৫৮৬ জন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৪৫ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, ময়মনসিংহে ১২ জন, রাজশাহীতে ৪৪ জন, রংপুরে ১০ জন এবং সিলেটে ২ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬০৯ জনসহ চলতি বছর এ পর্যন্ত ৩৪,৭৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬,৬৮২ জন, যার মধ্যে ৬৩.৮ শতাংশ পুরুষ ও ৩৬.২ শতাংশ নারী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments