Thursday, September 11, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাএনসিএল টি-টোয়েন্টি: সিলেটে মুশফিকের দাপট, বরিশালে জাতীয় তারকা কম

এনসিএল টি-টোয়েন্টি: সিলেটে মুশফিকের দাপট, বরিশালে জাতীয় তারকা কম


আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। তার আগে বৃহস্পতিবার সিলেট ও বরিশাল বিভাগের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

সিলেট স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েই ঘোষণা করা হয়েছে সিলেটের দল, যাকে নেতৃত্ব দেবেন জাকির হাসান। এছাড়া এবাদত হোসেন ও খালেদ আহমেদও স্কোয়াডে রয়েছেন। এশিয়া কাপ খেলতে যাওয়া নাসুম আহমেদ, তানজিম সাকিব ও জাকের আলিকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে।

অপরদিকে বরিশাল স্কোয়াডে জাতীয় দলের খেলোয়াড় খুব বেশি নেই। দলের প্রধান নাম স্পিনার তানভীর ইসলাম ও একসময়ের জাতীয় দলের সদস্য সোহাগ গাজী। কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল।

সিলেট স্কোয়াড:
জাকির হাসান (অধিনায়ক), মিজানুর রহমান সায়েম, অমিত হাসান, মুশফিকুর রহিম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, আসাদউল্লা আল গালিব, মুবিন আহমেদ দিশান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাবিল সামাদ, নাইম হোসেন সাকিব, শাহানুর রহমান।

স্ট্যান্ডবাই তালিকা (সিলেট):
তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তৌফিক খান তুষার, মাজহারুল ইসলাম মাজেদ, আশরাফুল হাসান রিহাদ, ওয়াসিফ আকবর, মহিউদ্দিন তারেক।

বরিশাল স্কোয়াড:
ইফতিখার হোসেন ইফতি, রাফসান আল মাহমুদ, জাহিদুজ্জামান খান সাগর, ফজলে মাহমুদ রাব্বি, মঈন খান, শামসুল ইসলাম অনিক, সোহাগ গাজী, শেখ অন্তর, তানভীর ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, জিহাদুল হক জিহাদ, রুয়েল মিয়া, মোহাম্মদ মইনুল ইসলাম, মেহেদী হাসান।

স্ট্যান্ডবাই তালিকা (বরিশাল):
সাইফুল ইসলাম মহিন, ইসামুল আহসান আবির, মোহাম্মদ মানিক, হাফিজুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments