ফ্যাসিস্ট ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা ১২ জন বিচারপতির মধ্যে চার জনের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এখনও তদন্ত চলমান রয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ১২ জনের মধ্যে সর্বশেষ বিচারপতি মো. আখতারুজ্জামান ৩১ আগস্ট পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ অক্টোবর হাইকোর্টে ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ হিসেবে কিছু বিচারকের পদত্যাগের দাবি তোলা হয়। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা হাইকোর্ট চত্বরে মিছিল এবং অবস্থান করেন। সেই সময় কিছু বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন।
প্রাথমিকভাবে ১২ জন বিচারপতিকে বেঞ্চ থেকে বিরত রাখা হয়। এর মধ্যে একজন (বিচারপতি শাহেদ নূরউদ্দিন) নিজ পদত্যাগপত্র জমা দেন, দুইজন স্থায়ীভাবে নিয়োগ পাননি, এবং দুইজন ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের পর দুই বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ করেছেন। খিজির হায়াতকে ১৮ মার্চ এবং খোন্দকার দিলীরুজ্জামানকে ২১ মে অপসারণ করা হয়। আর চারজন বিচারপতির বিষয়ে এখনো তদন্ত চলছে।