Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাটি-টোয়েন্টিতে শত উইকেটের দ্বারপ্রান্তে তাসকিন আহমেদ

টি-টোয়েন্টিতে শত উইকেটের দ্বারপ্রান্তে তাসকিন আহমেদ

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূরণের খুব কাছাকাছি চলে এসেছেন পেসার তাসকিন আহমেদ। আরও মাত্র চারটি উইকেট নিলেই টি-টোয়েন্টিতে শত উইকেটের ক্লাবে নাম লেখাবেন তিনি।

এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ আজ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আবুধাবিতে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় আবু জায়েদ স্টেডিয়ামে।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে শত উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। স্পিনার সাকিব ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে, আর ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ।

তাসকিনের টি-টোয়েন্টি যাত্রা শুরু হয় ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৪ রান খরচায় ১ উইকেট নেন তিনি। সেই থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই পেসার।

এ পর্যন্ত ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬.৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং ফিগার ৪ উইকেট মাত্র ১৬ রানে, যা তিনি ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন। ক্যারিয়ারে তাসকিনের বোলিং গড় ২১.৮৭ এবং ইকোনমি রেট ৭.৫৯।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments