Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাআনচেলত্তি: নেইমার জাতীয় দলে ফিরতে হলে আগে হতে হবে সম্পূর্ণ ফিট

আনচেলত্তি: নেইমার জাতীয় দলে ফিরতে হলে আগে হতে হবে সম্পূর্ণ ফিট

ব্রাজিলের বর্তমান কোচ ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তির কোচিং করানোর স্বপ্ন ছিল দু’জন তারকাকে ঘিরে। একজন ছিলেন ফ্রান্সিসকো টট্টি—যিনি অবসর নেওয়ায় সেই সুযোগ হারিয়ে গেছে। তবে আরেকজনকে এখনো কোচিং করার সুযোগ আছে—তিনি নেইমার জুনিয়র।

কিন্তু শর্ত একটাই—সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে হবে নেইমারকে। আনচেলত্তির মতে, আধুনিক ফুটবলে প্রতিভার চেয়ে বড় বিষয় হলো শারীরিক সক্ষমতা। নেইমারের প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই, তবে জাতীয় দলে ফিরতে হলে তাকে শারীরিকভাবে সেরা অবস্থায় থাকতে হবে।

আনচেলত্তি বলেন, “নেইমার কেমন খেলছে তা আমি যাচাই করতে যাবো না। তার দক্ষতা সম্পর্কে সবাই জানে। তবে আধুনিক ফুটবলে প্রতিভাকে কাজে লাগাতে হলে শারীরিকভাবে পূর্ণ ফিট থাকা জরুরি। নেইমার যদি ফিট থাকে, জাতীয় দলে জায়গা পেতে কোনো সমস্যা হবে না।”

ব্রাজিল দলের বর্তমান তারকারা—ভিনিসিয়াস, রদ্রিগো কিংবা রাফিনিয়া—সবারই শৈশবের স্বপ্ন ছিল নেইমারের সঙ্গে খেলা। তাই তারা এখনও চান তাকে আবার জাতীয় দলে দেখতে। আনচেলত্তি নিজেও সেই ইচ্ছার কথা জানিয়ে বলেন, “প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নেইমার আমার সঙ্গে দেখা করেছিল। আমি তাকে বলেছি—তুমি যদি সেরা ফর্মে ফিরতে পারো, বিশ্বকাপে দলের জন্য বড় সহায়তা হতে পারবে।”

এছাড়া নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও পরিষ্কার মত দিয়েছেন ব্রাজিল কোচ। তার মতে, নেইমারের পক্ষে আর উইঙ্গার হিসেবে খেলা সম্ভব নয়, কারণ ওই পজিশনে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তাকে খেলতে হবে ভিন্ন ভূমিকায়।

আনচেলত্তি বলেন, “আমি নেইমারকে বলেছি—তুমি স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারো। এখন আর বাইরে (উইংয়ে) খেলার সুযোগ নেই। সেন্ট্রাল পজিশনে সে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments