Saturday, September 13, 2025
spot_imgspot_img
Homeজাতীয়দুর্গাপূজায় স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি, সরকারি কর্মচারীদের মিলছে ৪ দিন

দুর্গাপূজায় স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি, সরকারি কর্মচারীদের মিলছে ৪ দিন


আসন্ন শারদীয় দুর্গাপূজায় দেশের সব স্কুল-কলেজে একটানা ১২ দিনের ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত আছে।

শিক্ষাপঞ্জি অনুসারে, এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটি অন্তর্ভুক্ত থাকায় শিক্ষার্থীরা দীর্ঘ সময়ের ছুটি উপভোগ করবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে কার্যত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানকে এ তালিকা অনুযায়ী ছুটি কার্যকর করতে হবে।

অন্যদিকে, সরকারি কর্মচারীরা দুর্গাপূজায় টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি, আর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন বন্ধ থাকবে সরকারি অফিসগুলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments