Sunday, September 14, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরবাগেরহাটে এপিএসের ফার্ম থেকে অটোচালকের লাশ উদ্ধার

বাগেরহাটে এপিএসের ফার্ম থেকে অটোচালকের লাশ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন গোটাপাড়া রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলালের এপিএস শেখ ফিরোজুল ইসলামের গরুর ফার্ম থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা শনিবার বিকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহতের নাম শহীদুল ইসলাম মোল্লা (৪৫)। তিনি বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার মহিলা কলেজ রোডের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, নিহতের মুখ কচটেপ দিয়ে বন্ধ এবং গলায় কালো দড়ি বাঁধা অবস্থায় লাশটি ফার্মের দোতলা ভবনের নিচতলায় সিঁড়ির নিচে পাওয়া গেছে।

বাগেরহাট সদর থানার ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন, “কারা ও কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments