Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ঢামেক হাসপাতালে একসঙ্গে জন্ম নিল ৬ সন্তান, অবস্থা আশঙ্কাজনক ২ নবজাতকের

ঢামেক হাসপাতালে একসঙ্গে জন্ম নিল ৬ সন্তান, অবস্থা আশঙ্কাজনক ২ নবজাতকের

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রিয়া নামে এক নারী একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে এই ছয় নবজাতক জন্ম নেয়।

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। ওজন কম হওয়ায় তিনজনকে ঢামেকের এনআইসিইউতে, বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। প্রিয়ার গর্ভধারণের সময়কাল ২৭ সপ্তাহ। এলাকায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন, যেখানে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যায় গর্ভে একাধিক সন্তান রয়েছে।

ফারজানা আক্তার বলেন, ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় আসেন এবং মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। গতরাতে ব্যথা শুরু হলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেকের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, নবজাতকরা অপরিপক্ক এবং ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত। ৩টি বেড খালি থাকায় তাদের এখানে রাখা সম্ভব হয়েছে। বাকি তিনজনকে বাইরের হাসপাতালে রাখা হয়েছে এবং বেড খালি হলে তাদের ঢামেক এনআইসিইউতে স্থানান্তর করা হবে। এর মধ্যে ২ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments