সাভারের আশুলিয়ায় এক দম্পতি ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। টিনশেড ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলছিল রাজমিস্ত্রি রুবেল আহমেদ (৩৫), আর তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও মেয়ে জামিলা (৬) মৃত অবস্থায় বিছানায় পড়ে ছিল।
রুবেলের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামে। তাঁর স্ত্রী পোশাক কারখানায় চাকরি করতেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রুবেল স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে বাসায় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু জামিলার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সন্তানকে বিষ খাওয়ানো ও স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর রুবেল আত্মহত্যা করেন। আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অন্যদিকে, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ভয়াবহ একটি ঘটনা ঘটেছে। সেখানে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা পূর্বপরিচিত বিরেল চাকমাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত ব্যক্তির বয়স ছিল ৫৫ বছর।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, নিহত ব্যক্তি স্ত্রীকে নিয়ে তিন দিন আগে পাওনা টাকা আদায়ের জন্য বিরেলের বাসায় ওঠেন। শনিবার রাতে মদ্যপানের এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। পরে বিরেল দা দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে হত্যা করে এবং তার স্ত্রীকে ধর্ষণ করে। নারীটি কৌশলে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা বিরেলকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ছাড়া খুলনা মহানগরীর সদর থানার সামনে স্টার হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তুহিন নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং মতিয়াখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার সকালে তুহিন এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে কক্ষ ভাড়া নেন। ওই নারী বেরিয়ে গেলে বিকেলে আসল স্ত্রী হোটেলে গিয়ে স্বামীর খোঁজ করতে থাকেন। সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি। পরে রাতে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তুহিনের মরদেহ মেঝেতে পড়ে আছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।
এদিকে রাজশাহীর চারঘাটে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে অনিক ইসলাম হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মুক্তারপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার দুদিন পর ওবায়দুর শিকদার নামের এক যুবকের মরদেহ হরিদাশপুর গ্রামের রাস্তার পাশে উদ্ধার করেছে পুলিশ।