Monday, September 15, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যক্যাম্পাসে সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ভারতে ফেরত পাঠাচ্ছে শিলচর এনআইটি

ক্যাম্পাসে সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ভারতে ফেরত পাঠাচ্ছে শিলচর এনআইটি

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) অধ্যয়নরত ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে শিক্ষাঙ্গনে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আইসিসিআর বৃত্তির আওতায় শিলচর এনআইটিতে পড়াশোনা করছিলেন এই শিক্ষার্থীরা। তারা সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের সময় এই ৫ জন রড, ছুরি ও স্ক্রুড্রাইভার ব্যবহার করে চতুর্থ বা শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে শেষ বর্ষের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন, যার মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত শিক্ষার্থীদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সময় ওই ৫ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিলেন।

এনআইটি শিলচর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দুই সেমিস্টার বা এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে তাদেরকে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। যাতে এই শিক্ষার্থীরা নিষিদ্ধ সময়ে ভারতে অবস্থান না করতে পারে, তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments